ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়। এর ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। ফলে অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ ঠেকানো জরুরি।
এসব কারণে মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
অপরিচিতদের কাছ থেকে মেসেজ আসা ঠেকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ট্যাপ করুন।
এর ফলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হবে।