হোম > প্রযুক্তি

নিয়োগ বিভাগের কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগল

গ্লোবাল রিক্রুটমেন্ট টিম বা বিশ্বজুড়ে কর্মী নিয়োগের দায়িত্বরত বিভাগ থেকে কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। কারণ, সামনের দিনে কোম্পানিটি আগের চেয়ে ধীরে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

এক প্রতিবেদনে বলা হয়, এটা আসলে কোম্পানি থেকে ছাঁটাই নয়। এই বিভাগের প্রায় বেশির ভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হবে। তা ছাড়া কোম্পানির ভেতরে-বাইরে কর্মীদের চাকরি খুঁজে পেতেও সহায়তা করবে অ্যালফাবেট। কোম্পানি গতকাল বুধবার এ ঘোষণা দেয়।

‘বড় প্রযুক্তি’র কোম্পানি হিসেবে অ্যালফাবেটই প্রথম এই প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) একসঙ্গে সর্বোচ্চসংখ্যক কর্মী ছাঁটাই করছে। মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন।

অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাই 
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ।

কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ। 

রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বরে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য দাবি প্রায় ৮ শতাংশ বাড়তে পারে। আগের সাত দিনে এই সংখ্যা ছিল নিম্নমুখী। তখন বেকার ভাতার দাবি ১৩ হাজার কমে ২ লাখ ১৬ হাজারে নেমেছিল।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি