হোম > প্রযুক্তি

এবার পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

এবার পুরো টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির এ প্রতিষ্ঠাতা সিইও ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চান। এই প্রস্তাব তিনি নথি আকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন।

গত ১৪ মার্চ টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন মাস্ক। এসব শেয়ারের মোট মূল্য প্রায় ২৮৯ কোটি ডলার। এতে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে ৪ গুণ বেশি শেয়ারের মালিক বনে যান তিনি। এর পরপরই ইলন মাস্কের টুইটারের পরিচালনা বোর্ডের সভায় যোগ দেওয়ার কথা ওঠে। এতে কর্মীদের আতঙ্কিত হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে মাস্ক নিজেই বোর্ড সভায় যোগ না দেওয়ার কথা জানান। 

এই সিদ্ধান্তের পরই পুরো কোম্পানি কিনে নেওয়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক। ফলে স্বভাবতই এতে নানা কথা উঠছে। তবে মাস্ক পরিষ্কার করে বলেছেন, এটা কারও প্রতি হুমকি নয়। 

প্রস্তাবে মাস্ক বলেছেন, টুইটারের বর্তমান ব্যবস্থাপনার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না। এ কারণেই তিনি কোম্পানি কিনে নিতে চান। টুইটারের প্রতিটি শেয়ারে দাম হেঁকেছেন ৫৪ দশমিক ২০ ডলার! 

টুইটারের বোর্ড চেয়ারম্যান ব্রেট টেইলরকে ইলন মাস্ক একটি চিঠি দিয়ে বলেছেন, টুইটার সারা বিশ্বে স্বাধীন মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে—এই আশায় আমি টুইটারে বিনিয়োগ করেছি। আমি বিশ্বাস করি, সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকাটা কার্যকর গণতন্ত্রের জন্য খুব জরুরি।

তিনি আরও লিখেছেন, যাই হোক, আমি যেহেতু বিনিয়োগ করেই ফেলেছি, এখন আমার মনে হচ্ছে, এই কোম্পানি বর্তমান অবয়বে থাকলে কখনোই বড় হবে না বা সমাজে তার দায়িত্ব পালন করবে না। একটি বেসরকারি কোম্পানি হিসেবে টুইটারের পরিবর্তন দরকার। 

এটি চূড়ান্ত প্রস্তাব। আর এই প্রস্তাব গৃহীত না হলে আমি শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান পুনর্বিবেচনা করব।—এভাবেই একপ্রকার হুমকি দিয়েছেন ইলন মাস্ক।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট