হোম > খেলা > অন্য খেলা

বিকেএসপিতে দিয়ার ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রীড়াঙ্গনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ক্রীড়াবিদরা পান ব্লু পদক। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই স্বীকৃতির প্রচলন আছে। প্রথমবারের ব্লু দেওয়া শুরু হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতেও। আর বিকেএসপির ইতিহাসে প্রথম ছাত্র হিসেবে ব্লু পেলেন তিরন্দাজ দিয়া সিদ্দিকী। 

সর্বমোট ১৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা হয়েছেন টোকিও অলিম্পিকে খেলা তিরন্দাজ দিয়া। তিনটি ক্যাটাগরিতেও হয়েছেন সেরা। ২১ ডিসিপ্লিনে যারা সেরা হয়েছেন, তাদের সবার হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেওয়া হয়। ব্লু পেয়েছেন কেবল দিয়া। ২০২১ সালের সেরা পারফর্মার হয়েছেন দিয়া। 

আন্তর্জাতিক সাফল্যের সঙ্গে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বসিত দিয়া। আজকের পত্রিকাকে জানালেন, ‘প্রথম সব কিছুতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পরে হয়তো অনেকেই ব্লু পাবে কিন্তু সবাই বলবে দিয়া এখানে প্রথম। আমাদের ডিজি স্যার (ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক) বললেন দিয়া ভালো করছে, আর্চারি ভালো করছে। এ এক অন্যরকম অনুভূতি।’

ব্লুয়ের পাশাপাশি কালার পেয়েছেন তিন খেলোয়াড়। বিকেএসপি শিক্ষার্থীদের মধ্যে যারা জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছেন তারাও পেয়েছেন পদক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ