হোম > খেলা > অন্য খেলা

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কোচ ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি: সংগৃহীত

জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে আজ ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি কোচ সিগফ্রাইড আইকম্যান। মায়ের মৃত্যুর কারণে নেদারল্যান্ডস যেতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ২৪ নভেম্বর দলে যোগ দেবেন তিনি।

২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে হবে বিশ্বকাপ। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। প্রথম ম্যাচে ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে।

চেন্নাই পৌঁছে অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামব। আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আমরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’ ডেঙ্গু আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান দলের সঙ্গে যেতে পারেননি।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা

১০ লাখ টাকা পাচ্ছেন এশিয়ান আর্চারির পদকজয়ীরা