হোম > খেলা > অন্য খেলা

ওমানে ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশি খেলোয়াড় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে আজ যুব এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের আগে খারাপ খবর বাংলাদেশ শিবিরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওমানের হাসপাতালে যেতে হয়েছে তরুণ ডিফেন্ডার মেহরাব হাসান সামিনকে।

প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল বুধবার ওমানের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে সামিন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন টিম হোটেলে বিশ্রামে আছেন। জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তাঁর।
 
সামিনের শারীরিক অবস্থা সম্পর্কে দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানা বলেছেন, ‘সামিন আগের চেয়ে ভালো আছে। হোটেলে বিশ্রাম নিচ্ছে। জ্বর কমেছে। প্লাটিলেট ১ লাখের ওপরে আছে। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’

সামিন ছিলেন একাদশের মূল খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। তবে পুরো ফিট ছিলেন না। জ্বর গায়ে নিয়েই খেলেছেন। প্রথম কোয়ার্টারে কোচ মামুন উর রশিদ তাঁকে মাঠে নামাননি। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলেছিলেন।

সামিন না থাকলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন রানা। বলেছেন, ‘সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই। আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারও হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।’ আর কয়েক ঘণ্টা পরই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

ওমানে থাকা সামিনকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তাঁর পরিবার। মা কান্নাকাটি করছেন জানিয়ে সামিনের বড় ভাই সাদিক হাসান মিম বলেছেন, ‘সামিনের সঙ্গে আজ সকালে কথা হয়েছে। তার জ্বর কমেছে। তবে শরীরে নাকি অনেক ব্যথা। সামিন অসুস্থ শোনার পর থেকেই মা খুব কান্নাকাটি করছেন। শুনেছি দুই দিন পর আবারও টেস্ট করানো হবে। এত বড় আসরে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সামিনেরও ভীষণ মন খারাপ। খেলতে পারছে না বলে কষ্ট পাচ্ছে।’ 

ওমানে যাওয়ার আগে ২০ দিন ভারতে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। জানা গেছে, সেখান থেকেই ডেঙ্গু ভাইরাস ওমানে নিয়ে গেছেন সামিন।

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ