হোম > খেলা > ফুটবল

ম্যানইউর অর্জনে খুশি নন রোনালদো 

ইউরোপিয়ান ফুটবলে দলবদলে নাটকের জন্ম দিয়ে গত আগস্টে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরোনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকে সাড়া দিয়ে ম্যানইউতে ফেরার পরের এই সময়ে ক্লাবের অর্জনে খুশি নন রোনালদো। 

বছর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে সিআর সেভেন লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যা অর্জন করেছি তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউই খুশি নয়। আমরা জানি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে। এখন যেভাবে পরিশ্রম করছি, এর চেয়ে বেশি করতে হবে।’  

একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। পুরো বছরের অর্জন প্রসঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘২০২১ সাল শেষ হয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আমার ৪৭ গোল ছাড়া এই বছরটা সহজ ছিল না। দুটি ভিন্ন ক্লাব এবং পাঁচ জন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে ইউরো কাপ এবং বিশ্বকাপ বাছাইপর্ব। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জয় এবং সিরি আ লিগের শীর্ষ স্কোরার হতে পেরে আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই বছর আমার অন্যতম অর্জন ছিল। এবং অবশ্যই, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে