হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে না খেললেও মডেলের সঙ্গে নগ্ননৃত্যে মজেছিলেন নেইমার

বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচটিতে ছিলেন না নেইমার। ম্যাচের আগের দিন অনুশীলনে মাংসপেশিতে চোট পেয়েছেন জানালে সুপার ক্ল্যাসিকোতে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেয় দল। কিন্তু এর চার দিন পর জানা গেল চোটে পড়ে মাঠে না নামলেও নৈশ ক্লাবে গিয়ে ব্রাজিলিয়ান মডেল মারিয়ানা রিওসের সঙ্গে উদ্যম নেচেছিলেন নেইমার। 

নৈশ ক্লাবে গিয়ে নেইমারের নগ্ননৃত্যে মজার বিষয়টি সামনে এনেছে ব্রাজিলের টিভি অনুষ্ঠান ‘ওস দনোস দা বোলা।’ তারা জানিয়েছে, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে সাও পাওলোয় এক নৈশ ক্লাবে পার্টিতে নাচতে দেখা গেছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার নাচে মত্ত হওয়ার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ওই টিভি অনুষ্ঠান। অথচ ম্যাচ খেলতে না পারা নেইমার দলের সঙ্গে সান জুয়ানে না গিয়ে পিএসজি ফিরে গেছেন বলে তখন জানানো হয়েছিল। অফিশিয়ালি এটি জানানো হলেও নেইমার তখন ছিলেন সাও পাওলোর নৈশ ক্লাবে। 
 
নেইমারের এই কাণ্ডে সমালোচনা করেছেন ‘ওস দনোস দা বোলা’ অনুষ্ঠানটির সঞ্চালক। তাঁর মতে, মাংসপেশির এমন চোট নিয়ে চাইলে খেলা যায়, তবে এমন চোট নিয়ে এভাবে কেউ নাচতে পারে না, ‘মাংসপেশির চোট নিয়ে আপনি খেলতে পারেন। এমনি পায়ের হাড়ের ব্যথা নিয়েও খেলা যায়। কিন্তু মাংসপেশি কিংবা ঊরুতে চোট নিয়ে কেউ এভাবে নাচতে পারে না।’ 

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু