হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

আর্জেন্টিনার কোচের পদ ছাড়তে যাচ্ছেন লিওনেল স্কলোনি। বিশ্বকাপজয়ীদের ডাগআউট ছাড়ার ইঙ্গিত নিজেই দিয়েছেন তিনি। অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। তবে তাঁর কথায় পদত্যাগের ইঙ্গিতই পাওয়া যায়। 

ব্রাজিলের বিপক্ষে উত্তাপপূর্ণ ম্যাচে ১–০ গোলের জয়ের পর এমনটিই জানিয়েছেন স্কালোনি। ৪৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে চিন্তা করতে হবে। এ সময়ে আমার অনেক কিছুই ভাবতে হবে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। আমি কি করতে যাচ্ছি সেটা নিয়ে ভাবতে হবে।’ 

এরপর স্কালোনি আরও যোগ করেন, ‘বিদায় বা এমন কিছু নিয়ে বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রা অনেক ওপরে। এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের সঙ্গে এগিয়ে যাওয়া বেশ জটিল প্রক্রিয়া। ছেলেরা এটিকে কঠিন করে তুলছে, তাই আমাকে কিছু সময়ের জন্য ভাবতে হবে। এ বিষয়ে পরে এফএ সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’ 

স্কালোনির অধীনেই আলবিসেলস্তারা তিন যুগ বিশ্বকাপ না জেতাতর আক্ষেপ পূরণ করে। তারও আগে ২০২১ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর দলটির প্রথম কোনো বড় শিরোপা। আর্জেন্টিনার যখন সুখের সময় ঠিক তখনই স্কালোনি কেন এমন চিন্তা করছেন তা অবশ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে মারাকানায় ম্যাচ শেষে নাকি তাঁর কোচিং স্টাফদের সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু