হোম > খেলা > ফুটবল

আর্থিক সংকটে থাকা বার্সা আরও খেলোয়াড় কিনতে চায়

বার্সেলোনার আর্থিক সংকটের মাঝেও খেলোয়াড় কেনার বিষয়টি ইতিমধ্যে হাস্যরসে পরিণত হয়েছে। সাধারণ ফুটবল প্রেমীরা তো বটেই, খোদ বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান ও দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোও এই বিষয়ে মন্তব্য করেছেন। সংকটে থাকা বার্সার খেলোয়াড় কেনার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। 

এরপরও পিছু হটছে না বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে আরও খেলোয়াড় কেনার ইচ্ছের কথা জানিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়ার জন্য আরও খেলোয়াড় চান তিনি। 

‘এল ক্ল্যাসিকো’তে চমক দেখিয়েছে বার্সা। নতুন ‘রিক্রুট’ রাফিনহার গোলে লাস ভেগাসে রিয়ালকে হারের স্বাদ দিয়েছে তারা। এই জয়ের পর খেলোয়াড় কেনার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী জাভি। তিনি আত্মবিশ্বাসী যে, বার্সা আরও খেলোয়াড় কেনার পথ নিশ্চয় খুঁজে বের করবে। জাভি বলেছেন, ‘আমরা কাজ (খেলোয়াড় কেনার ব্যাপারে) করছি। এই পরিস্থিতিতে আমরা বেশ আশাবাদী।’ 

এরই মধ্যে রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও আন্দ্রেস ক্রিস্টিনসেনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। তবে এখানেই থামতে চান না জাভি, ‘আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোয়াড গড়ার জন্য ক্লাব অনেক চেষ্টা করছে। আমরা ভালো খেলোয়াড় দলে টানছি। আমরা আশাবাদী এবং এখনো তিন সপ্তাহ সময় আছে।’ 

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’