হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রে এ কোন মামলায় ফাঁসলেন রোনালদো

আলোচনায় থাকা যেন ক্রিস্টিয়ানো রোনালদো এক অভ্যাস বানিয়ে ফেলেছেন। মাঠ অথবা মাঠের বাইরে নানা ইস্যুতে তাঁকে নিয়ে চলে আলোচনা-সমালোচনা। যুক্তরাষ্ট্রে এবার এক ঘটনায় ফেঁসে গেলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

বিতর্কিত ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের প্রচারণার দায়ে রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। পর্তুগিজ ফরোয়ার্ডের বিরুদ্ধে ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ক্যালিফোর্নিয়ার মাইকেল সিজমোর, ফ্লোরিডার মাইক ভংডারা, কলোরাডোর গর্ডন লুইস—গত ২৭ নভেম্বর এই তিনজন মামলা করেছেন। তাঁদের দাবি, বাইন্যান্সের নিবন্ধন ছাড়া ক্রিপ্টোসিকিউরিটিজ বিক্রির কাজ করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডকে দেখে লাখ লাখ ভক্ত-সমর্থক বাইন্যান্সে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। তাতে ভক্ত-সমর্থকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ভক্ত-সমর্থকদের দাবি। বাইন্যান্সের জনপ্রিয়তা বৃদ্ধিতে রোনালদোর অবদান রয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা প্রায় ৮৫ কোটি হয়েছে। 

২০২২ এর মাঝামাঝি রোনালদোর সঙ্গে চুক্তি হয়েছিল বাইন্যান্সের। মূলত তাঁর (রোনালদো) এনএফটির (নন ফাঞ্জিবল টোকেনস) প্রচারণা চালাতে এমন চুক্তি হয়েছিল বলে জানা গেছে। কয়েক দিন আগে বাইন্যান্সও তাদের টুইটার অ্যাকাউন্টে রোনালদোকে নিয়ে প্রচারণা চালিয়েছে। 

২০২৩-২৪ মৌসুমে আল নাসরের হয়ে দুর্দান্ত খেলছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে ১৯ ম্যাচে ১৮ গোল করেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখনো রোনালদো। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর টানা ২০ ম্যাচ অপরাজিত রয়েছে।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা