হোম > খেলা > ফুটবল

নিজের অর্জনের স্মৃতিকে শরীরের অংশ বানিয়ে ফেললেন মরিনহো

এমনিতেই সমকালীন সেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় থাকবেন হোসে মরিনহো। এর মধ্যে গত মে মাসে রোমাকে  উয়েফা কনফারেন্স কাপের শিরোপা জিতিয়ে নিজেকে অনন্যা উচ্চতায় নিয়ে গেছেন তিনি। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন ইউরোপীয় শিরোপা জেতা মরিনহো এই অর্জনটিকে এবার স্মৃতি হিসেবে স্থায়ী করে রাখলেন ট্যাটুর মাধ্যমে।

গতকাল থেকে মরিনহোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, মরিনহো তাঁর বাহুতে তিনটি শিরোপার ট্যাটু আঁকিয়ে নিয়েছেন। মাঝে চ্যাম্পিয়নস লিগ শিরোপা আর দুই পাশে ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স কাপের শিরোপা। ইতিহাসের প্রথম ও একমাত্র  কোচ হিসেবে তিনটি আলাদা আলাদা পর্যায়ের ইউরোপীয় শিরোপা জেতার এই কীর্তিটাকে এবার শরীরের অংশ বানিয়ে ফেললেন এই পর্তুগিজ কোচ। 

২০০০ সালে বেনফিকাকে দিয়ে  কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মরিনহো। এরপর পোর্তো ও ইন্টার মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ইউরোপা লিগ। পোর্তোর হয়েও জিতেছেন এই শিরোপা, তখন অবশ্য এর নাম ছিল উয়েফা কাপ। আর সবশেষ রোমার হয়ে উয়েফা কনফারেন্স কাপের শিরোপা জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন।  এখনো রোমার দায়িত্বে আছেন ৫৯ বছর বয়সী ওই কোচ।

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে