হোম > খেলা > ফুটবল

বার্সেলোনায় সাবেক সতীর্থদের সঙ্গে মেসির নৈশভোজ

গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে লিওনেল মেসির। এরপর নানা সময়ে গুঞ্জন ছড়িয়েছে মেসির বার্সায় ফেরা নিয়ে। যদিও এই মুহূর্তে তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসির বার্সায় ফেরা নিয়ে আবার গুঞ্জনের ডালপালা মেলছে! 

বার্সেলোনা শহরের একটি রেস্তোরাঁয় বন্ধু এবং সাবেক বার্সা সতীর্থদের সঙ্গে মেসির ছবি স্প্যানিশ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গুঞ্জন ওঠে। কাতালানভিত্তিক সংবাদপত্র ‘মুন্ডো দেপোর্তিভো’ মেসির ওই ছবি প্রকাশ করে। এরপর অনেকের ধারণা, আগামী শীতকালীন দলবদলে আবার ন্যু ক্যাম্পে ফিরছেন মেসি। 

সোমবার সন্ধ্যায় সাবেক সতীর্থ ও বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাসহ কয়েকজনের সঙ্গে নৈশভোজের জন্য বার্সেলোনায় আসেন মেসি। কাতালান টেলিভিশন ‘টিভি থ্রি’ বিষয়টি জানিয়েছে। 

যদিও মেসির বার্সায় ফেরার বিষয়টি নাকচ করে দিয়েছে ‘রেডিও পার্টিদাজো’। তারা জানিয়েছে, আজ বার্সা কোচ ও মেসির একসময়ের প্রিয় সতীর্থ জাভির জন্মদিন। অনেক দিন ধরে সাবেক সতীর্থদের সঙ্গে মেসির এই নৈশভোজের পরিকল্পনা। বিষয়টি নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই বলে জানিয়েছে তারা। 

জাভি জন্মদিন পালনের জন্য বার্সেলোনা শহরের একটি জাপানি রেস্তোরাঁকে বেছে নিয়েছিলেন। সেখানে মেসি, বুসকেটস, আলবা ও পেপে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা