হোম > খেলা > ফুটবল

২০২২ ভুলবেন না মেসি

২০২২ লিওনেল মেসির জন্য স্মরণীয় একটি বছরই বলতে হবে। পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলেন। একই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বছরটিকে মেসি তাই কখনো ভুলতে পারবেন না। 

গতকাল পুরোনো বছরের শেষ দিনে ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ২০২২ নিয়ে স্মৃতিচারণ করেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে খুব খুশি তিনি। ২০২৩ সালের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি শেষ হলো, আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে আমি ছুটছিলাম, অবশেষে তা সত্যি হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। যারা সবসময় আমাকে সমর্থন করেছে এবং কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্যারিস, বার্সেলোনা এবং আরো অনেক শহর ও দেশ থেকে যে দেশে যেখানেই যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এই বছরটাও সবার জন্য চমৎকার হোক এবং ২০২৩ সালে সবাই সুখী থাকুক, এই শুভকামনা।’ 

২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ—দুটো শিরোপা জিতলেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারানোর ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছেন। আর কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।   আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে, যেখানে বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছিলেন কিংবদন্তিদের রেকর্ড।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি