হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

বড় টুর্নামেন্ট চলার সময় লাইভ স্ট্রিমিংয়ে খেলা দেখানোর ঘটনা নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যায়, নাম না জানা অনেক সাইটে লাইভ স্ট্রিমিংয়ে এসব ম্যাচ চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ অবৈধ স্ট্রিমিং করে প্রায় শতকোটি টাকা জালিয়াতি করেছে এক চক্র। 

মঙ্গলবার এ ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে এই পাঁচজনকে দেওয়া হয়েছে ৩০ বছর ৭ মাসের জেল। চেস্টারফিল্ড জাস্টিস সেন্টারে এই রায় দেওয়া হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে জালিয়াতি, মানি লন্ডারিং ও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। 

ফ্ললেস, শেয়ারড ভিপিএস, অপটিমাল (কসমিক নামেও পরিচিত) পাঁচ বছর এই তিন সাইট অবৈধভাবে স্ট্রিমিং করে এসেছিল। এই সাইটগুলো আয় করেছে ৭০ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯৩ কোটি টাকা। পাঁচজনকে শাস্তির রায় দেওয়ার পর প্রিমিয়ার লিগের জেনারেল কাউন্সেল কেভিন প্লাম্ব বলেন, ‘এই রায় আমরা দিয়েছি খুব কঠিন এক অপারেশনের মাধ্যমে। এই প্রসিকিউশন জালিয়াতি এবং আরও বড় অপরাধের মধ্যে বিশাল বড় যোগসূত্রের প্রমাণ পেয়ে গেছে। প্রিমিয়ার লিগের অধিকাংশ ভক্ত ভালোমতো খেলা দেখতে পারছেন। সেখানে তাঁরা এমন বিপজ্জনক অপরাধে যুক্ত ছিল।’

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে