হোম > খেলা > ফুটবল

৩৩ বছরের অপেক্ষা শেষে নাপোলির উদ্‌যাপন দেখে উচ্ছ্বসিত স্পালেত্তি-ওসিমেনরা 

এবারের সিরি ‘আ’তে এক হাত নাপোলি দিয়ে রেখেছিল অনেক আগেই। শুধু ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ৩৩ বছরের অপেক্ষা শেষে সিরি ‘আ’ জিতল নাপোলি।

ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। শিরোপা জিততে নাপোলির সমীকরণ ছিল ড্র অথবা জয়। নেপোলিটানদের শিরোপা উদ্‌যাপন বিলম্বিত করতে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান স্যান্ডি লভরিচ। ১৩ মিনিটে গোল করেন উদিনেসের এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে নাপোলি। ৫২ মিনিটে গোল করেন ভিক্টর ওসিমেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২৩ সিরি ‘আ’ শিরোপা। ৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা উদ্‌যাপন করতে ডেসিয়া এরিনায় নাপোলি ভক্তরা ঝাঁক বেঁধে মাঠে ঢুকে পড়েন।

নাপোলি ভক্তদের এমন বাধনহারা উৎসব দেখে উচ্ছ্বসিত ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ডিএজেএনকে নাপোলি কোচ বলেন, ‘নেপোলিটানদের খুশি দেখতে পারাটাই অনেক কিছু। তারা যে কী পরিমাণ আনন্দ অনুভব করছে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তারা এই মুহূর্তের কথা মনে করবে। এভাবে উদ্‌যাপন করার অধিকার তাদের রয়েছে। আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন যখন জানবেন যে এমন খুশির মুহূর্ত তাদের উপহার দিয়েছেন।’

ওসিমেনের সমতাসূচক গোলেই গতকাল নাপোলিদের ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে। ডিএজেডএনকে নাপোলির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। এই মুহূর্তর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। নাপোলিদের স্কুদেত্তো তুলে দেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব সহজে তা ভুলব না। এই মুহূর্ত আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।’

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ