হোম > খেলা > ফুটবল

যুব দলের কোচ হয়ে ঘরে ফিরলেন অঁরি

পাঁচ দিন আগে ৪৬ তম জন্মদিন পালন করেছেন থিয়েরি অঁরি। গতকাল জন্মদিনের মাসে আরেক খুশির সংবাদও পেয়েছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব–২১ দলের কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কিংবদন্তি। 

সর্বশেষ বিশ্বকাপে বেলজিয়াম দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন অঁরি। এর আগে রাশিয়া বিশ্বকাপেও একই ভূমিকায় কেভিন ডি ব্রুইনা–এডেন হ্যাজার্ডদের সঙ্গে ছিলেন। কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে তো নয়ই কোনো ক্লাবের ডাগআউটে দাঁড়াননি তিনি। খালি থাকায় তাঁর কাঁধে যুব দলের দায়িত্ব দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এতে করে যেন ঘরের ছেলে ঘরেই ফিরলেন। ২০২৫ সাল পর্যন্ত তরুণদের সঙ্গে কাজ করবেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী উইঙ্গার। 

গত জুন মাসে হওয়া ইউরোপিয়ান অনূর্ধ্ব–২১ চ্যাম্পিয়নশিপে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে সেলভেইন রিপোলকে বরখাস্ত করে এফএফএফ। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন অঁরি। আগামী বছর ঘরের মাটিতে অলিম্পিক গেমসে দলকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য থাকবে আর্সেনালের কিংবদন্তির। গানারদের হয়ে সর্বোচ্চ ২২৮ গোলের মালিক সহকারী হিসেবে পাচ্ছেন সাবেক অঁজের কোচ জেরাল্ড বাটিকলকে। 

আগামী ৭ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে যুব দলের হয়ে অভিষেক হবে অঁরির। বেলজিয়ামের সহকারী কোচের বাইরে লিগ ওয়ানের দল মোনাকো এবং মেজর লিগ সকারের দল মন্ট্রিয়লের দায়িত্বও পালন করেছেন ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলা এই উইঙ্গার।

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ