হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে দেশমের যে অনন্য রেকর্ড

এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।

২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স।  গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।

দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।

টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮ 
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০ 
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০ 
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো