হোম > খেলা > ফুটবল

একশর বেশি অভিযোগ এলেও সিটিতেই থাকবেন গার্দিওলা

মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে থাকলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রয়েছে আর্থিক অভিযোগ। পেপ গার্দিওলা এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন। অভিযোগ যতই আসুক, ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। 

একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে এ বছরের ফেব্রুয়ারীতে সিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২০ সালে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ৮৬ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১১৬ কোটি ৩৮ লাখ টাকা) জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা পেরিয়ে যায় সিটিজেনরা। আর্থিক অভিযোগের ব্যাপারে দুশ্চিন্তা করছেন না গার্দিওলা। সিটির কোচ বলেন, ‘আমাদের বিরুদ্ধে ১১০টা নিয়ম ভঙ্গের অভিযোগ এলেও আগামী মৌসুমে থাকব। দুশ্চিন্তা করবেন না। আমরা আছি।’ 

প্রিমিয়ার লিগের করা অভিযোগের দ্রুত সমাধানও চেয়েছেন গার্দিওলা ‘যদি আমরা কোনো ভুল করে থাকি, সেটা সবাই জানতে পারবেন। আর আমার বিশ্বাস, ক্লাব হিসেবে বছরের পর বছর ধরে সব ঠিকভাবেই হয়েছে। লোকেরা এই নিয়ে কথা বলা বন্ধ করবেন। আশা করি, বিচারকেরা উভয়পক্ষ থেকেই দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন, কোনটা বেশি ভালো হয়। দুই বছর অপেক্ষা করতে পারব না। সবার ভালোর জন্য দ্রুত সবকিছুর সমাধান করা উচিত।’

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক