হোম > খেলা > ফুটবল

‘পুঁচকে’ ভায়োকানোর কাছে হেরে ক্ষুব্ধ জাভি 

রায়ো ভায়োকানোকে হারালেই লা-লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেত বার্সেলোনা। তবে পয়েন্ট টেবিলের পেছনের সারির দলের কাছে গতকাল হেরেছে বার্সা। কাতালানদের এই পরাজয়ে ক্ষুব্ধ কোচ জাভি হার্নান্দেজ। 

গতকাল দি ভায়েকাস স্টেডিয়ামে লা-লিগায় মুখোমুখি হয় ভায়োকানো-বার্সা। ১৯ মিনিটে আলভারো গার্সিয়া রিভেরার গোলে এগিয়ে যায় ভায়োকানো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ভায়োকানো। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় স্বাগতিকেরা। ৫৩ মিনিটে গোল করেন ফ্রান গার্সিয়া। আর ৮৩ মিনিটে বার্সার প্রথম গোল করেন রবার্ট লেভানডফস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে যায় ভায়োকানো। এ ছাড়া এই ম্যাচে বার্সা দাপট দেখিয়ে খেলতে পারেনি। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কাতালানদের শট ছিল ৬টি। অন্যদিকে বার্সার লক্ষ্য বরাবর ভায়োকানো ৬টি শট করেছিল। ম্যাচ শেষে হতাশ জাভি বলেন, ‘আমরা ভালো খেলিনি। ম্যাচ জেতা রায়োর প্রাপ্য। এই হারে আমরা বিরক্ত। আমরা আজ ব্যর্থ হয়েছি এবং বিরক্ত হয়ে মাঠ ছাড়ছি, কারণ আমাদের দারুণ এক সুযোগ ছিল।’ 

গতকাল ম্যাচ হারার পর ৩১ ম্যাচ শেষে লা-লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৭৬। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সা কোচ জাভির লক্ষ্য এখন শনিবারের ম্যাচে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে কাতালানরা। জাভি আরও বলেন, ‘আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। খেলোয়াড়দের কাছে এই বার্তাই দিতে চাই যে লিগ এখনো জিতিনি।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি