স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। লিগের চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বার্সা। তবে পুরো মৌসুমের হিসাবে এটা কাতালান ক্লাবটির ২১তম জয়।
কিন্তু বার্সার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে রোনাল্ড আরাওহোর অপ্রত্যাশিত ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে সতীর্থ গাভির মাথায় ধাক্কা খান তিনি। একটু পরই মাটিয়ে লুটিতে পড়েন ডাচ ডিফেন্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসায়ও কাজ হয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে আরাওহোকে পাঠানো হয় হাসপাতালে।
এমন ম্যাচে বার্সা শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে। প্রথমার্ধেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। ৩০ মিনিটে মেম্ফিস ডিপেইর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক অবামেয়াং। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ৩-০ করেন গ্যাবনিজ ফরওয়ার্ড। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সা। তাতে করে স্প্যানিশ সুপার কাপের টিকিটের খুব কাছে চলে এল তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে চারে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।