হোম > খেলা > ফুটবল

গোল না করেও বার্সা ফুটবলারের নতুন রেকর্ড

বার্সেলোনার জার্সিতে ল্যামিন ইয়ামালের অভিষেক হয়েছে গত মৌসুমেই। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এখনও পর্যন্ত গোল না পেলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরোয়ার্ড। 

এল মাদ্রিগালে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন গাভি। এই অ্যাসিস্টে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সে অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইয়ামালের আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার আনসু ফাতির। ২০১৯ এর সেপ্টেম্বরে ১৬ বছর ৩১৮ দিন বয়সে ফাতি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। 

ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ গতকাল বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২ ও ১৫ মিনিটে দুই গোল করে বার্সা। ১৫ মিনিটে গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর ২৬ থেকে ৫০ মিনিট—এই ২৪ মিনিটের ব্যবধানে ভিয়ারিয়াল করে ৩ গোল। ৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সা ৬৮ মিনিটে সমতায় ফেরে তোরেসের গোলে। এরপর ৭১ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন রবার্ট লেভানডফস্কি। গোলটি অবশ্য ইয়ামালের হতে পারত। স্প্যানিশ তরুণ ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত চলে আসে। ফিরতি শটে গোল করেন লেভানডফস্কি। 

রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে  বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলেন তিনি। সেবার তিনি নেমেছিলেন বদলি হিসেবে। আর গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে করেছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার