হোম > খেলা > ফুটবল

আরনল্ডের কপালে সইল না ইউরো

ঢাকা: ঊরুর চোটে ইউরো ২০২০ থেকে ছিটকে গেলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। অথচ ইংল্যান্ডের দল ঘোষণার আগে দলে জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেও এবার বাধ সাধল চোট।

পরশু অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুতে চোট পান আরনল্ড। পরে স্ক্যান করে দেখা যায় এই ডিফেন্ডারের ঊরুর পেশি ছিঁড়ে গেছে। ২২ বছর বয়সী লিভারপুল তারকার মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ছয় সপ্তাহ। মৌসুমের বেশির ভাগ সময় নিষ্প্রভ থাকায় সংশয় ছিল দলে তার জায়গা পাওয়া নিয়ে। তবে শেষ দিকে জ্বলে ওঠায় মঙ্গলবারের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। দলে জায়গা পাওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই নিশ্চিত হলো আরনল্ডের এবারের ইউরোতে না খেলা।

আরনল্ডের জায়গায় কে দলে জায়গা পাবেন তা এখনো জানা যায়নি। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, রোববার রোমানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পর জানা যাবে আরনল্ডের জায়গায় কাকে দলে নেওয়া যায়। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ সাত আন্তর্জাতিক ম্যাচেই দলে ছিলেন না আরনল্ড। সঙ্গে ছিল মৌসুমজুড়ে অধারাবাহিকতা। সবকিছু নিয়েই তার দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় উড়িয়ে ২৬ সদস্যের দলে তাকে জায়গা দিয়েছিলেন সাউথগেট। কিন্তু ইউরো শুরুর আগেই শেষ হয়ে গেল আরনল্ডের ইউরো মিশন।

ইংলিশদের ইউরো মিশন শুরু হবে ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপের বাকি দুই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড আর চেক রিপাবলিক।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী