হোম > খেলা > ফুটবল

ক্যারিয়ারে ফ্রান্সের প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই, এমবাপ্পে

লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণার মাধ্যমে ‘পিএসজি প্রকল্পের’ ভাঙন শুরু হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের চলে যাওয়ায় পিএসজি খুব একটা সমস্যায় না পড়লেও কিলিয়ান এমবাপ্পের ঘোষণায় তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। ফরাসি তারকাকে ধরে রাখার জন্য তাই দেশের প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছে ক্লাব। 

গতকাল এমবাপ্পেকে ধরে রাখার জন্য সব রকমের চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। গত মৌসুমও ফরাসি তারকার নতুন চুক্তিতে হস্তক্ষেপ করেছিলেন তিনি। এবারও মন্তব্য করায় তাই প্রশ্ন উঠেছে এমবাপ্পের ক্যারিয়ার কি প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে? আজ জিব্রাল্টারের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ফ্রান্সের অধিনায়ককে। 

মাখোঁর উপর তাঁর ক্যারিয়ার নির্ভর করছে না বলে জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের প্রভাব কি আমার উপরে রয়েছে? ২০২৩ সালের এ সময় দাঁড়িয়ে বলতে পারি কোনো প্রভাব নেই। তিনি চান আমি পিএসজিতে খেলি। আমার ইচ্ছাও তাই। সুতরাং আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে।’ 

পিএসজিকে চিঠি দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে এখানে থাকা এবং এই মুহূর্তে এটাই একমাত্র বিকল্প। এতটা ভাবিনি একটি চিঠি কাউকে হত্যা করতে পারে। মনেও করিনি যে এটি কাউকে বিরক্ত করবে। শুধু একটি চিঠি পাঠিয়েছি। সত্যি বলছি, চিঠির প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করি না।’

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ