হোম > খেলা > ফুটবল

নথি ফাঁস হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা পেলেন ইরানি ফুটবলার

ভ্রমণ নিষেধাজ্ঞা পেয়েছেন আলি করিমি। ব্যক্তিগত নথি ফাঁস হওয়ায় পরিবারসহ নিষেধাজ্ঞা পেয়েছেন দেশটির ফুটবলার।

বিবিসি পারসিয়ান শোতে ফাঁস হয়ে যায় করিমির নথি। সেই নথি সম্পর্কে বলা বলা হয়েছে, আমাদের এজেন্টের থেকে এখানে (ইরান) আসতে করিমি নয়বার আমন্ত্রণ পেয়েছিলেন এবং সতর্কবার্তা পেয়েছিলন। সেখানে এক চিঠিতে লেখা ছিল ‘টপ সিক্রেট’ এবং তারিখ দেওয়া ছিল ২৪ অক্টোবর, ২০২২।

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগ তেহরানের প্রসিকিউটরকে জানিয়েছে যে করিমির সাম্প্রতিক কাজ তাঁর স্ত্রী সাহার দাভারি এবং তাঁর পরিবারের দ্বারা প্ররোচিত। নথিতে দাবি করা হয়েছে, করিমির শ্বশুরবাড়ির পরিবার তেহরানের শহরতলি লাভাসানের ম্যানশন ২০ মিলিয়ন ডলারে (বাংলাদেশি প্রায় ২১৩ কোটি টাকায়) বিক্রি করে স্থায়ীভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন। নথির ওপর ভিত্তি করে করিমি, দাভারি, তাঁর মা, সৎবাবা, ভাই ও বোনের ওপর রেভল্যুশনারি গার্ড ভ্রমণ নিষেধাজ্ঞা দাবি করেছে। তাতে করিমি ও তাঁর পরিবার দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞায় পড়ে গেছে। 

গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে ইরানি নারীর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে যায় দেশটি। আন্দোলন শুরুর পর থেকে ৫৩০ বিক্ষোভকারী মারা গেছে; যার মধ্যে ছিল ৭০ শিশু। করিমি শুরু থেকেই এ ঘটনার প্রতিবাদ করে আসছেন।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী