হোম > খেলা > ফুটবল

রোনালদো-জর্জিনার সংসারে আসছে ‘যমজ’ অতিথি 

ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা রদ্রিগেজের সংসারে আছে চার সন্তান। তবু যেন অতৃপ্তি আছে দুজনেরই। সেই অতৃপ্তি থেকেই এই জুটির সংসার বড় হচ্ছে আরও। নিজেদের সংসারে যমজ সন্তান আগমনের ঘোষণা দিয়ে রোনালদো-জর্জিনা জুটি জানিয়ে দিয়েছেন ছয় থেকে তাদের পরিবারের সংখ্যাটা আট হচ্ছে দ্রুতই। 

ইনস্টাগ্রামে একসঙ্গে যমজ সন্তানের আলট্রাসনোগ্রাফির একটি ছবি পোস্ট করেছেন রোনালদো ও জর্জিনা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সংসারে আসছে যমজ সন্তান। আমাদের হৃদয় এখন ভালোবাসায় পরিপূর্ণ-তোমাদের সঙ্গে দেখা হওয়ার জন্য তর সইছে না।’ 

আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে ২০১৬ সালে মাদ্রিদে পরিচয় রোনালদোর। দুজনের পরিণয়ের আগে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা হয়েছেন ম্যানইউ তারকা। এক ছাদে বসবাসের পর সারোগেট পদ্ধতিতে অন্য নারীর গর্ভে যমজ সন্তান ইভা ও মাতেওর বাবা হন পর্তুগিজ ফরোয়ার্ড। জর্জিনার গর্ভে বাবা হয়েছেন আলানা মার্টিনা নামের ফুটফুটে এক কন্যার।

 ২০১৭ সালে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, অন্তত সাত সন্তানের বাবা হওয়ার প্রবল ইচ্ছা আছে তার। আর জর্জিনা বলেছিলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে আমার মাতৃত্ববোধ অত্যন্ত প্রবল। আমি আরও সন্তান চাই।’ সেই ইচ্ছা পূরণের পথে দ্রুতই যেন এগোচ্ছেন রোনালদো-জর্জিনা জুটি।

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস