হোম > খেলা > ফুটবল

পরের ব্যালন ডি’অর বেনজেমার হাতে দেখছেন রিয়াল কোচ

দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’ 

পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’ 

তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’ 

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো