হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের র‍্যাঙ্কিং নিয়ে কী ভাবছেন কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।

জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-২০ দল নিয়ে লাওসেও জাদু দেখিয়েছেন বাটলার। বাছাই পেরিয়ে নিয়ে গেছেন অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে। যদিও বাছাইপর্বে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হিসেবে তাই প্রথমবার পা রাখতে হয় এশিয়ান কাপে।

লাওস থেকেই নিজ দেশ ইংল্যান্ডে যাওয়ার কথা বাটলারের। ফিরবেন সেপ্টেম্বরে। ছুটিতে যাওয়ার আগে বাফুফের পাঠানো ভিডিওবার্তায় বাটলার মেয়েদের নিয়ে বলেন, ‘তারা যা পেয়েছে স্বীকৃতি, প্রশংসা—সবকিছুই তাদের প্রাপ্য। এখন আমাদের অবস্থান ১০৪। আমি জানি যে, এটা খুব দ্রুতই নিচে নেমে যেতে পারে, আবার দ্রুত ওপরেও উঠতে পারে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে, অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যেন ফিফা র‍্যাঙ্কিং বজায় রাখা যায় এবং সেটাকে ১০০-এর ভেতরে আনা যায়।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গতকাল চাইলেই বাস পার্ক করে খেলাতে পারতেন বাংলাদেশ কোচ। কেন খেলাননি, ‘দ্বিতীয়ার্ধে আমাদের ভালোভাবেই চাপে ফেলেছিল তারা। তবে প্রথমার্ধে আমরা সমানতালে লড়েছি। চাইলে রক্ষণে গিয়ে “বাস পার্ক” করে খেলতে পারতাম, যত দূরে সম্ভব বল ঠেলে দিয়ে মরিয়া হয়ে রক্ষণ সামলাতে পারতাম। কিন্তু আমি এসবের পক্ষপাতী নই, এভাবে কাজও করি না। সব মিলিয়ে আমি আনন্দিত এবং মেয়েদের নিয়ে গর্বিত। তবে এটা সাপলুডুর মতো, যা ওপরে ওঠে, কখনো আবার নিচে নেমে আসে।’

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের