হোম > খেলা > ফুটবল

মেয়েদের ইউরো ফাইনালে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙেছে 

মেয়েদের ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে গতরাতে নারীদের ইউরোর ফাইনাল ম্যাচে। যেখানে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ওয়েম্বলিতে ইংল্যান্ড ও জার্মানির ফাইনাল দেখতে এসেছিলেন ৮৭ হাজার ১৯২ জন দর্শক। যা পুরুষ কিংবা নারী যেকোনো ইউরোর ফাইনালে সর্বোচ্চ।

সবগুলো ম্যাচ মিলে এবারের নারীদের ইউরোতে দর্শক উপস্থিতি ছিল ৫ লাখ ৭৪ হাজার ৮৭৫ জন। যা আগের ইউরোর প্রায় দ্বিগুণ। সবশেষে ২০১৭ সালে মেয়েদের ইউরোতে সবগুলো ম্যাচ মিলে দর্শক উপস্থিতি ছিল ২ লাখ ৪০ হাজার ৫৫ জন।

গত রাতের আগে নারীদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে এবারের টুর্নামেন্টেই। এই মাসের শুরুর দিকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রিয়ার উদ্বোধনী  ম্যাচ দেখতে এসেছিলেন ৬৮ হাজার ৮৭১ জন দর্শক। আর ছেলেদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে ১৯৬৪ সালের ইউরোতে। সেবার স্বাগতিক স্পেন ও সোভিয়েত ইউনিয়নের ম্যাচ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ৭৯ হাজার ১১৫ জন দর্শক। গত রাতের ম্যাচের আগে ছেলে ও মেয়েদের ইউরো মিলিয়ে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল এটি।

গত বছর ছেলেদের ইউরোর ফাইনালে আগের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা ছিল। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে দর্শক ধারণক্ষমতা আগে থেকেই বেধে দেওয়া ছিল। ইতালি - ইংল্যান্ডের ফাইনালে তাই ৬৭ হাজারের বেশি দর্শকের মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ ছিল না।

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি