হোম > খেলা > ফুটবল

রোনালদোর মতো অবিশ্বাস্য গোল করে হতভম্ব আর্জেন্টাইন ফুটবলার 

শরীরটা শূন্যে ভাসিয়ে মুহূর্তের মধ্যেই গোল-আলেহান্দ্রো গারনাচো গতকাল গুডিসন পার্কে এভাবেই চমক দেখালেন। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের এমন গোলের পর অনেকেরই যেন মনে পড়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য ‘বাইসাইকেল কিকের’ কথা। অবিশ্বাস্য গোল গতকাল করার পর গারনাচো যেন ভাষাই হারিয়ে ফেলেছেন। 

গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দ্রুতই গোল পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ মিনিটে দিয়োগো দালোতের ক্রস থেকে বল রিসিভ করে মুহূর্তেই ওভারহেড কিকে গোল করেন গারনাচো। গারনাচো এরপর রোনালদোর মতো সিউ উদযাপন করেছেন। এমন গোল করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন গারনাচো। কেউ এমন গোলকে রোনালদোর সঙ্গে আবার কেউ তা (গারনাচোর গোল) তুলনা করছেন ওয়েইন রুনির সঙ্গে। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৮ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিক করেন। আর ২০১১ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড কিক করেন রুনি। রুনি তখন খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 

গারনাচোর অবিশ্বাস্য গোলের পর গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শাল একটি করে গোল করেছেন। এভারটনকে ৩-০ গোলে হারিয়ে ইউনাইটেড উঠে এসেছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে গারনাচো। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের গোল ‘মৌসুমের সেরা গোল’ কি না তা নিয়ে চলছে আলোচনা। ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে গারনাচো বলেন, ‘সত্যি বলতে আমি নিজেও তা বিশ্বাস করতে পারিনি। কীভাবে গোল করেছি, তাও দেখিনি। গ্যালারিতে শব্দ শুনে বুঝতে পারিছি ও অবাক হয়ে গেছি।’ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ স্কাই স্পোর্টসকে বলেন, ‘সম্ভবত মৌসুমের সেরা গোল। বিল্ড আপ, ফিনিশিং-দুই দিকেই ছিল দুর্দান্ত। শেষটা দারুণ হয়েছে।’ 

তবে রোনালদো-রুনির সঙ্গে গারনাচোর তুলনা করার সঠিক সময় মনে করছেন না টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘তুলনা করবেন না। আমার মনে হয় না এটা সঠিক সময়। প্রত্যেকেরই নিজস্ব পরিচয় রয়েছে। তাকে (গারনাচো) কঠোর পরিশ্রম করতে হবে।’

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...