হোম > খেলা > ফুটবল

বিচ্ছেদের পর পিকে শুনছেন শাকিরার গান

ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের সবচেয়ে রোমান্টিক ও শক্তশালী সম্পর্কগুলোর মধ্যে একটি ছিল জেরার্ড পিকে-শাকিরা জুটি। এ জুটির বিচ্ছেদের পরেও এখনো রেশ রয়ে গেছে। জেরার্ড পিকে প্রাক্তনকে ভুলতে পারছেন না কোনোভাবেই। সাক্ষাতে দেখা হওয়ার সুযোগ নেই বলে প্রাক্তনের গান শুনেছেন গাড়িতে বসে। তাঁর গান শোনার মুহূর্তটা ধারণ করে ভক্তরা ভিডিওটি ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এ বছরের ৪ জুন পিকে-শাকিরার জুটি ভেঙেছে। তাঁদের বিচ্ছেদের পরও বার্সেলোনা তারকা ভুলতে পারছেন না কলম্বিয়ান পপসম্রাজ্ঞীকে। স্পেন কিংবদন্তির সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তরা অপেক্ষা করছিলেন মাঠের বাইরে। বার্সা ডিফেন্ডার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভক্তদের সামনে দিয়ে। তিনি এ সময় প্রাক্তনকে স্মরণ করেছেন গানে। তাঁর গাড়িতে বাজছিল শাকিরার গাওয়া ‘ইনেভিটেবল’ (অনিবার্য) গানটি।

ভক্তরা তখন পিকের সঙ্গে ছবি তুলতে না পেরে ভিডিও ধারণ করেছিলেন মুঠোফোনে। এক টিকটক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কী দারুণ গান।’ তাঁর শেয়ার করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ভিডিওটি ৪৫ লাখেরও বেশি মানুষ দেখেছে। 

ভিডিওটিতে দেখা যায় পিকের চেহারায় ছিল গম্ভীর ও চিন্তিত ভাব। তবে ভক্তরা অবাক হয়েছেন তাঁকে শাকিরার গাওয়া গান শুনতে দেখে। দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন পিকে-শাকিরা জুটি। তাঁদের জুটি ভেঙে যাওয়ার পেছনে দায়টা অবশ্য বার্সা তারকারই ছিল। অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ায় তিনি শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। 

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার