হোম > খেলা > ফুটবল

ডর্টমুন্ডকে হারানোর রাতটা ‘বিশেষ’ মনে করেন পটার

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া চেলসি ফিরল জয়ের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়নস লিগেও জয় পেল গ্রাহাম পটারের দল। গতকাল স্টামফোর্ড ব্রিজে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচকে তাই ‘বিশেষ’ মনে করছেন চেলসি কোচ পটার।

গত ১৫ ফেব্রুয়ারি সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড-চেলসি। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল ব্লুজরা। পিছিয়ে থেকে শুরু করা চেলসি গতকাল ডর্টমুন্ডকে হারিয়েছে ২-০ গোলে। চেলসির গোল দুটি করেছেন রাহিম স্টার্লিং ও কাই হ্যাভার্টজ। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেল ব্লুজরা। তাতে কোচ হিসেবে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বাদ পেলেন পটার। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘এটা বিশেষ রাত। ক্যারিয়ারে ম্যাচ ও জয়ের হিসাব করলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা সত্যিই বিশেষ কিছু।’

গ্রাহাম পটারের অধীনে চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে চেলসি। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে গিয়েছিল ইংলিশ এই ক্লাব। তাতে পটারের কোচিংয়ের চাকরি ঝুলছিল সুতার ওপর। এই সম্পর্কে চেলসি কোচ বলেন, ‘চিরদিন সময় খারাপ যায় না। কিন্তু মাঝে মাঝে এমন মনে হয়।’

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক