প্রতিবছর এমন সময় তারকা ফুটবলারদের দলবদল নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। ফুটবলারদের ক্লাবের সঙ্গে চুক্তি বৃদ্ধি বা এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়ার খবর চাউর হয়ে যায়। ব্যতিক্রম নন লিওনেল মেসিও। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে মেসির চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে।
লা প্যারিসিয়েন নামের ফরাসি ওয়েবসাইট মেসির সঙ্গে পিএসজির চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে। ফরাসি ওয়েবসাইট জানিয়েছে, পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে থাকার ব্যাপারে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। যদিও পিএসজি কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে তখন দুই বছরের চুক্তি করেছিলেন, যা শেষ হবে আগামী কয়েক মাসের মধ্যেই। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ। ২৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ ম্যাচে।
অবশ্য ফ্রান্সের জনগণ যে মেসিকে শত্রু ভাবছেন, তার প্রমাণ পাওয়া গেছে বিশ্বকাপ শেষে। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার কয়েক দিন পরই মেসির পিএসজি জার্সি ব্যবহার করা হচ্ছে পাপোশ হিসেবে। ফ্রান্সের এক পানশালায় প্রবেশের মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্লাবের জার্সিকে বিছিয়ে দিয়েছে পা মোছার জন্য। সেখানে এক ছোট টেবিলে প্লে-কার্ডের মতো লেখা, ‘প্রবেশের সময় আপনার পা মুছতে ভুলবেন না।’