হোম > খেলা > ফুটবল

তবু চাকরি হারানো নিয়ে চিন্তিত নন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্ক    

তবু চাকরি হারানোর শঙ্কা কাজ করছে না রিয়াল মাদ্রিদ কেচ জাবি আলোনসোর মনে। ছবি: এএফপি

সেলতা ফিগোর বিপক্ষে হারের পরই বেকায়দায় পড়ে যান রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। রিয়ালের কোচের পদ থেকে তাঁকে বরখাস্তের গুঞ্জন চাউর হয়েছে। গতকাল ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগে হারের পর আলোনসো খাদের কিনারায় পৌঁছে গেলেন। যদিও এই ব্যাপারে তেমন একটা দুশ্চিন্তা করছেন না রিয়াল কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকে যে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে ‘ওস্তাদ’, তাদের সঙ্গে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গেলেও রিয়াল ম্যাচ হেরেছে ২-১ গোলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে ম্যাচটা আলোনসোর জন্য ‘ভাগ্য নির্ধারণী ম্যাচ’ হয়ে গিয়েছিল, সেই ম্যাচটা এভাবে হেরে যাওয়ায় এখন তাঁর ভবিষ্যৎ নিয়েই আলাপ-আলোচনা চলছে।

আলোনসো গত রাতে একগাদা ম্যানচেস্টার সিটির বিপক্ষে একগাদা তারকা খেলোয়াড়কে পায়নি। দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ছিটকে যাওয়ার পর খেলানো হয়নি কিলিয়ান এমবাপ্পেকেও। কারণ, এমবাপ্পে পুরোপুরি ফিট নন। সিটির কাছে ২-১ গোলে হারের পর আলোনসো বলেন,‘ফলাফল যা হওয়ার ছিল, সেরকমই হয়েছে। কীভাবে এটাকে দেখবেন, সেটা ভিন্ন ব্যাপার। অনেক কোচই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এ ধরনের বাস্তবতা মানতেই হবে।’

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল মাদ্রিদ সবশেষ আট ম্যাচের মধ্যে কেবল দুটিতে জিতেছে। গতকাল এমবাপ্পে না খেললেও মৌসুমজুড়ে তিনি গোল করে যাচ্ছেন। তাহলে কি আলোনসো তাঁর খেলার ধরন ভুলে গেলেন—এমন প্রশ্ন উঠতেই পারে। রিয়ালের সঙ্গে কি তাঁর সম্পর্ক এখানেই শেষ হচ্ছে নাকি অপেক্ষা করতে হবে আরও কিছু দিন, তা সময়ের হাতেই তোলা থাকল। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও আলোনসো তেমন একটা চিন্তিত নন। সিটির কাছে হারের পর রিয়াল কোচ বলেন, ‘আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ভুল-ত্রুটি শুধরে দায়িত্ব নিয়ে খেলতে হবে। পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। বাজে ফল হলেও ইতিবাচক ব্যাপার রয়েছে এখানে।’

আলোনসোর বাজে অবস্থায় খেলোয়াড়রা তাঁর (আলোনসো) পাশে থাকছেন বলে জানিয়েছেন জুড বেলিংহাম। সিটির কাছে হারের পর বেলিংহাম বলেন, ‘অবশ্যই (কোচের পাশে থাকা)। কোচ দারুণ। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমার ধারণা সবার সঙ্গেই কোচের সুসম্পর্ক রয়েছে। আমাদের লড়ে যেতে হবে।’

৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে চার নম্বরে। পিএসজি, আতালান্তার ১৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। পিএসজি ও আতালান্তা অবস্থান করছে তিন ও পাঁচ নম্বরে। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১৫। ১২ পয়েন্টে নিয়ে রিয়াল মাদ্রিদ সাত নম্বরে। প্রত্যেকেই ছয়টি করে ম্যাচ খেলেছে।

চার ফুটবলারকে হারিয়ে বড় ধাক্কা খেল রিয়াল

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুঃসংবাদ

রিয়ালকে হারানোর পরও ‘ক্ষুধা’ মেটেনি গার্দিওলার

বাফুফের সঙ্গে যুক্ত হলো বিএসআরএম

ভারতকে হারানোয় ৭ লাখ করে বুঝে পেলেন হামজা-জামালরা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে চাপের মুখে ফিফা সভাপতি

ক্ষমা চাইলেন আর্জেন্টিনার খেলোয়াড়কে লাথি-ঘুষি মারা বাংলাদেশি ডিফেন্ডার

কোচের চাকরি বাঁচানোর লড়াইয়ে কি জিততে পারবে রিয়াল মাদ্রিদ

টানা দুবার বর্ষসেরা পুরস্কার জিতে যুক্তরাষ্ট্রে মেসির ইতিহাস

এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল, সালাহবিহীন লিভারপুলের কষ্টার্জিত জয়