প্রিমিয়ার লিগের লড়াই শুরু হতে এখনো কয়েক দিন বাকি। তবে তার আগেই দেখা মিলবে ধুন্ধুমার এক লড়াইয়ের। কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে দুই ইংলিশ পরাশক্তি লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। কমিউনিটি শিল্ড খেলা হয় প্রিমিয়ার চ্যাম্পিয়ন ও এফএ কাপ বিজয়ীর মধ্যে।
গত মৌসুমে শেষ দিনের নাটকীয়তায় লিভারপুলকে পেছনে ফেলে শিরোপা জেতে ম্যানসিটি। আর চেলসিকে হারিয়ে লিভারপুল জেতে এফএ কাপ শিরোপা। তবে সিটির জন্য এই প্রতিশোধেরও। এফএ কাপ সেমিফাইনালে লিভারপুলের কাছেই হেরেছিল তারা।