হোম > খেলা > ফুটবল

প্রতিবন্ধী কিশোরের ফোন ভাঙায় রোনালদোকে সতর্ক করল পুলিশ

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে এভারটনের মাঠে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন হলুদ কার্ড। 
ব্যক্তিগত-দলীয় পারফরম্যান্সে অসন্তুষ্ট রোনালদোর মেজাজ বিগড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এ অবস্থায় ম্যানইউ প্রাণভোমরার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল জ্যাকব হার্ডিং নামে এক প্রতিবন্ধী কিশোর। তবে টানেলে ঢোকার আগমুহূর্তে হার্ডিংয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন রোনালদো।

এ ঘটনায় রোনালদোকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। অবস্থা বেগতিক দেখে সামাজিক মাধ্যমে হার্ডিংয়ের কাছে ক্ষমা চান তিনি। ১৪ বছর বয়সী কিশোরকে নতুন ফোন কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। সঙ্গে ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।

তবে রোনালদোর কথায় মন গলেনি হার্ডিংয়ের পরিবারের। পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তার মা। ৪ মাস তদন্ত শেষে সেই মামলার নিষ্পত্তি করেছে মার্সেসাইড পুলিশ। রোনালদোকে সতর্ক করে তারা জানিয়েছে, এমন ঘটনা আবার ঘটলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে মার্সেসাইড পুলিশ বিবৃতিতে লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী এক ব্যক্তি বুধবার (গতকাল) স্বেচ্ছায় থানায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। মামলাটি এখানেই সমাপ্ত।’ 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা