হোম > খেলা > ফুটবল

লাথি মেরে ক্ষমা চাইলেন ইতো

ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।

গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে। 

ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক