হোম > খেলা > ফুটবল

মেসি ২০৩৪ বিশ্বকাপেও খেলবেন, দাবি ফিফা সভাপতির

আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটার সিদ্ধান্তই এখনো নিতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এমন দ্বিধা-দ্বন্দ্বের সময়ই আবার সাবেক বার্সেলোনা তারকাকে নিয়ে যেন বড় কথাই বলে দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির মন্তব্যকে অসম্ভব কিছু বললেও যেন কম বলা হয়। 

আরেকটি বিশ্বকাপ নিয়েই যখন সন্দেহ তখন ইনফান্তিনো কীভাবে বলতে পারেন ২০৩৪ বিশ্বকাপ পর্যন্ত মেসি খেলবেন। অর্থাৎ, আলিবেসেলস্তাদের অধিনায়ককে আরও তিনটি বিশ্বকাপে দেখছেন ফিফা সভাপতি। এমনটা সত্যি হলে মেসির বয়স তখন ৪৭ বছর হবে। ছেঁড়া কাঁথায় শুয়ে যেন লাখ টাকার স্বপ্ন দেখছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। 

যুক্তরাষ্ট্রে হওয়া কনমেবল লিজেন্ডস ম্যাচে এমনটি জানিয়েছেন ইনফান্তিনো। ডিস্পোর্টস নামে এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা ম্যাচটি সম্পর্কে কথা বলেছি। সঙ্গে বিশ্বকাপ নিয়েও। সর্বশেষ বিশ্বকাপের মুহূর্ত স্মরণ করার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেছি। সবকিছু ঠিকভাবে এগোচ্ছে আগামী বিশ্বকাপ ৪৮ দলের হবে। এটি আমেরিকায় হবে, মেক্সিকো এবং কানাডার সঙ্গে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এটি একটি ফুটবল পার্টি হবে। আশা করি সে (মেসি) পরের বিশ্বকাপে থাকবে। এটা শেষে পরের টুর্নামেন্টের পর ২০৩৪ বিশ্বকাপেও থাকবে। তবে সিদ্ধান্তটা তার ওপর নির্ভর করছে।’

২০২৬ বিশ্বকাপের সিদ্ধান্ত সময়ের ওপর ছেড়ে দিলেও আগামী কোপা আমেরিকায় পূর্ণ মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন মেসি। সম্প্রতি আর্জেন্টিনার স্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে অষ্টম ব্যালন ডি অর জয়ী বলেছেন, ‘যত দিন ভালো অনুভব করব অবদান রেখে যাব। আমি সেটিই করছি। এখন আমার সব চিন্তা কোপা আমেরিকা নিয়ে। এরপর, সময় বলবে আমি খেলব (বিশ্বকাপ) কী খেলব না।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার