হোম > খেলা > ফুটবল

‘আগে ছিল মেসি, এখন হালান্ড’

দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।

২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’

দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’