হোম > খেলা > ফুটবল

১৩ হাজার কোটির দেনায় থাকা বার্সার জন্য কি অপেক্ষা করবেন হালান্ড 

মাঠের পারফরম্যান্সের মতো আর্থিক দিক দিয়েও ভালো অবস্থায় নেই বার্সেলোনা। দেনা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। গত মৌসুমে কাতালান ক্লাবটির ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা। এদিকে গুঞ্জন উঠেছে আর্লিং হালান্ডের মতো বর্তমান সময়ের ব্যয়বহুল তারকাকে কেনার চেষ্টায় আছে বার্সা। 

তবে প্রশ্ন উঠছে, বার্সার এ আর্থিক সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত কি অপেক্ষা করবেন হালান্ড? বরুসিয়া ডর্টমুন্ড তারকার মুখপাত্র মিনো রাইওলার কথা শুনে আশাবাদী হতে পারে স্প্যানিশ ক্লাবটি। বার্সার আর্থিক সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত হালান্ড অপেক্ষা করতে পারেন বলে জানিয়েছেন রাইওলা! 

এই মুহূর্তে হালান্ডকে কিনতে উন্মুখ হয়ে আছে বিশ্বের অনেক বাঘা বাঘা ক্লাব। রিলিজ ক্লজ পূরণ করে তাঁকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। আগামী জানুয়ারির দল বদলে হালান্ড ক্লাব ছাড়তে চাইলে বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 

এ অবস্থায় বার্সা চাইলেও কি অপেক্ষা করতে পারবেন হালান্ড? এ প্রশ্নের উত্তরটা একটু ঘুরিয়ে দিয়েছেন হালান্ডের মুখপাত্র রাইওলা, ‘সে (হালান্ড) যে কারও জন্য অপেক্ষা করতে পারে। কোনো ক্লাবের সঙ্গে আমাদের চুক্তি হয়নি। আমরা তার জন্য সেরা বিকল্প খুঁজব। এমনকি বর্তমান ক্লাব ডর্টমুন্ডেও আরও এক বছর থেকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাইওলা।’  

বর্তমানে আর্থিক সংকটের মধ্যে দিয়ে গেলেও বার্সা দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন রাইওলা। হালান্ডের এই মুখপাত্র বলেছেন, ‘বার্সেলোনা সব সময় বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। এমনকি তাদের বর্তমান পরিস্থিতি সত্ত্বেও। এক বা দুই বছরের মধ্যে তারা ঘুরে দাঁড়াবে। তাদের দারুণ কিছু অর্থনৈতিক চুক্তি পাওয়ার ক্ষমতা রয়েছে।’ 

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি