হোম > খেলা > ফুটবল

‘ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে সেরা ম্যাচ খেলেছে মাদ্রিদ’ 

বার্সেলোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াই করেও গত মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার পয়েন্ট তালিকায় রিয়ালের পেছনেই রয়েছে বার্সা। জিরোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াইয়ে সমানে সমানে খেলছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে গত রাতে উড়িয়ে দিয়েছে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তির কাছে এটাই রিয়ালের সেরা পারফরম্যান্স। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে গতকাল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এমনিতেও এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে আনচেলত্তির দল। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট করেছিল রিয়াল। আর ৪৪ শতাংশ বল দখলে রেখে ভ্যালেন্সিয়া ৪টি শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর, যেখানে শুরুতে দানি কারভাহালের গোলে ৩ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে প্রথম ১৫ মিনিটের মধ্যে দুবার গোল হজম করতে করতেও বেঁচে যায় আনচেলত্তির দল। এরপর বাকিটা সময় দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘এটাই কি সেরা পারফরম্যান্স? কারণ ভ্যালেন্সিয়া তাদের সেরাটা দিতে পারেনি। আমরা দারুণ খেলেছি। প্রথম ১৫ মিনিটে আমরা রক্ষণভাগে আরও একটু ভালো খেলতে পারতাম। তবে এরপর থেকে দারুণ খেলেছি।’ 

প্রথমে দানি কারভাহালের পর বাকি ৪ গোল ভাগাভাগি করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। ভিনি, রদ্রিগো দুজনেই দুটি করে গোল করেছেন। ভিনির দুটি গোলেই অ্যাসিস্ট করেন রদ্রিগো। চলতি মৌসুমে রদ্রিগো সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪টিতে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে ভিনি ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ভিনি, রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো দুজনেই দারুণ খেলেছে। কাউকে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বিচার করতে চাই না। তবে দল হিসেবে আমরা দারুণ খেলেছি।’

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ