অ্যানফিল্ডে গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল দল হয়ে উঠেছিল ‘গোলমেশিন’। ম্যানচেস্টার ইউনাইটেডকে ‘সেভেন আপের’ স্বাদ উপহার দিয়েছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের এই বিশাল জয় ক্লপের কাছে পাগলাটে মনে হচ্ছে।
৪৩ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় লিভারপুল। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অলরেডরা। এমন শান্ত লিভারপুলের ‘অশান্ত’ রূপ দ্বিতীয়ার্ধে দেখে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে ৬ গোল করেন ক্লপের শিষ্যরা। রেড ডেভিলদের বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড জয় পায় অলরেডরা। জোড়া গোল করেছেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। ৮৮ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রবার্তো ফিরমিনো।
লিভারপুলের এই বিশাল জয়ে ভীষণ উচ্ছ্বসিত ক্লপ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অল রেডদের কোচ বলেন, ‘এই ফল আসলেই পাগলাটে। সত্যিকারের সেরা পারফরম্যান্স এটা। আমরা যেভাবে ম্যাচ শুরু করেছি, আসলেই বিশেষ ছিল। দীর্ঘ সময় ধরে এটা সেরা হয়ে থাকবে। প্রতি মুহূর্তেই আমরা আগ্রাসী খেলেছি। কাউন্টার প্রেস করেছি। পারফরম্যান্স তো মহাগুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট পাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। ফল তো শুধুই ফল।’
এই জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে লিভারপুল। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪৫। নিউক্যাসল ও স্পার্সরা খেলেছে ২৬ ম্যাচ। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।