হোম > খেলা > ফুটবল

ইউরোতে এটাই আমার শেষ, পেনাল্টি মিসের পর রোনালদো 

খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।

ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’

২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে  রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’

পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’ 

আরও পড়ুন:

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

রিয়ালের বিপক্ষে গোল করা গোলরক্ষক এখন ‘ল্যুভর জাদুঘরে’

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

হেরে অপেক্ষায় রিয়াল, শেষ আটে বার্সার সঙ্গী কারা

প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে বাফুফের দল ঘোষণা

ঢাকার ওয়ান্ডারার্সে ফরাসি সৌরভ ছড়াতে চান লোঁর

শেষ রাউন্ডে কার কী দরকার