হোম > খেলা > ফুটবল

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় অভিযুক্ত হামজা চৌধুরী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে। আজ খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ডেইলি মেইল। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে একটি গাড়ি দাঁড় করায় তারা। তারা জানায়, শ্বাসের নমুনা দিতে অস্বীকার করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সেই ব্যক্তি হামজা। তাঁর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। যথাযথ যত্ন এবং মনোযোগ ছাড়াই গাড়ি চালানো এবং প্রাথমিক পরীক্ষায় অসহযোগিতা দেখানোয় অভিযুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

তবে হামজাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে। অবশ্য অভিযুক্ত হওয়ায় তাঁকে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে।

এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে। হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। 

২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। দলটির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় ২০১৫ সালে। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। সেখানে গত মৌসুম শেষ করে ফিরেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে। লেস্টার থেকে সপ্তাহে হামজা বেতন পান ৫০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক