হোম > খেলা > ফুটবল

ম্যানইউ ছাড়তে চান রোনালদো

গ্রীষ্মকালীন দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ভালো কোনো প্রস্তাব পেলে ম্যানইউ যেন তাঁকে ছেড়ে দেয়; ক্লাবের কাছে এমন ইচ্ছের কথা জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এমনটা দাবি করছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।

রোনালদোর ম্যানইউতে দ্বিতীয় মেয়াদে ফেরাটা সুখকর হয়নি। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও শিরোপাহীন মৌসুম কাটিয়েছে ক্লাব। ম্যানইউ প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি। মূলত এ কারণেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে রোনালদোর।

রোনালদো ক্লাব ছাড়তে চাইলেও ম্যানইউ তাদের আগের অবস্থায়ই এখনো অনড়। ক্লাবের চাওয়া, ২০২৩ সাল পর্যন্ত চুক্তির পুরোটা সময়ই তাদের হয়ে খেলবেন সিআরসেভেন। মৌসুমে ২৪ গোল করা রোনালদোকে ছাড়তে চায় না তারা। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগও রোনালদোর সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু গুঞ্জন আছে, চেলসি ও বায়ার্ন মিউনিখের সঙ্গে আলোচনা করছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজ।

রোনালদো আগেই জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে থেকেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না। এদিকে ২০২১-২২ ছিল ম্যানইউয়ের শিরোপাহীন টানা পঞ্চম মৌসুম। সবকিছু মিলিয়ে ৩৭ বছর বয়সী এই মহাতারকা এখন ম্যানইউ ছাড়ার প্রহর গুনছেন।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান