হোম > খেলা > ফুটবল

পিএসজিতে মেসি সুখে নেই বলে মনে করেন আলভেস 

গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। নতুন ঠিকানায় মেসি নিজেকে ঠিক কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন শুরু থেকেই উঠছে। মাঠের খেলায় অবশ্য এখনো ‘বার্সার মেসি’র’ দেখা মেলেনি। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে পেনাল্টি মিস করেন মেসি নিজে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সব দেখার পর মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসের মনে হচ্ছে, পিএসজিতে সুখে নেই মেসি। 

এ মৌসুমে নিজের সাবেক ক্লাব বার্সায় ফিরেছেন আলভেস। বার্সায় মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল ব্রাজিল তারকার। সতীর্থ থেকে একসময় দুজনের বন্ধুত্ব হয়। একসঙ্গে না খেললেও সেটি টিকে আছে ভালোভাবে। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, ‘আমার মনে হয়, মেসি সেখানে (পিএসজিতে) নিজেকে উপভোগ করতে পারছে না। সে সুখে নেই। সে যেন জায়গা হারিয়েছে। আশা করি সে বার্সায় ফিরে আসবে। আমি জানি না এটা সম্ভব কিনা।’ 

আলভেস যখন বার্সা ছেড়েছিলেন, তখন মেসি প্রিয় সতীর্থকে বার্সাতেই থাকতে বলেছিলেন। সে কথা মনে করিয়ে ৩৮ বছর বয়সী ব্রাজিল তারকা বললেন, ‘মেসি আমাকে বলেছিল যে, তুমি এর চেয়ে ভালো কোথায় পাবে? এবং আমি দেখেছি, কোথাও এর চেয়ে ভালো জায়গা নেই। যখন আমি শুনলাম মেসি বার্সা ছাড়বে, তখন আমি মেসিকে এই একই কথা বলেছিলাম।’

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে