গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। নতুন ঠিকানায় মেসি নিজেকে ঠিক কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন শুরু থেকেই উঠছে। মাঠের খেলায় অবশ্য এখনো ‘বার্সার মেসি’র’ দেখা মেলেনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে পেনাল্টি মিস করেন মেসি নিজে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সব দেখার পর মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসের মনে হচ্ছে, পিএসজিতে সুখে নেই মেসি।
আলভেস যখন বার্সা ছেড়েছিলেন, তখন মেসি প্রিয় সতীর্থকে বার্সাতেই থাকতে বলেছিলেন। সে কথা মনে করিয়ে ৩৮ বছর বয়সী ব্রাজিল তারকা বললেন, ‘মেসি আমাকে বলেছিল যে, তুমি এর চেয়ে ভালো কোথায় পাবে? এবং আমি দেখেছি, কোথাও এর চেয়ে ভালো জায়গা নেই। যখন আমি শুনলাম মেসি বার্সা ছাড়বে, তখন আমি মেসিকে এই একই কথা বলেছিলাম।’