হোম > খেলা > ফুটবল

ঢাকায় জামালদের নতুন কোচ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ হিসেবে ১১ মাসের জন্য দায়িত্ব নিচ্ছেন এই স্প্যানিশ। আজ সন্ধ্যা পৌনে আটটায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৭ বছর বয়সী কাবরেরা। 

বিমানবন্দরে নামলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কাবরেরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। পরে এক ভিডিও বার্তায় কাবরেরা বলেছেন, 'অবশেষে আমি ঢাকায়। এখানে এসে ও নতুন শুরুর পথে আমি ভীষণ খুশি। জাতীয় দলের ফুটবলার ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে উন্মুখ আছি।'

বার্সার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন কাবরেরা।

শুধু বার্সেলোনার একাডেমি নয়, কাবরেরা সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এ ছাড়া লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও ছিলেন দুই বছরের বেশি সময় ধরে। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচ হিসেবে এবারই ডাগআউটে থাকবেন এই স্প্যানিশ। আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি সেরেছে বাফুফে। 

 ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়া’র মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবলীয় দীক্ষা দিয়েছেন তিনি। ক্যাবরেরাকে আলাদা করেছে এখানেই, তৃণমূল ফুটবলের পাশাপাশি বার্সেলোনা, আলাভেসসহ বিভিন্ন একাডেমির হয়ে কাজ করার বড় অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে ২৪ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার কথা থাকলেও ফুটবলাররা টিকা না নেওয়ায় বাতিল হয়েছে সেই সফর। মার্চের ফিফা উইন্ডো পর্যন্ত আপাতত তাই ফাঁকাই থাকতে হচ্ছে তাঁকে।

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে