হোম > খেলা > ফুটবল

স্কালোনির আর্জেন্টিনার জয়রথ ছুটছেই

লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।

ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া। 

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট। 

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস। 

ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার