ঢাকা: করিম বেনজেমার জাতীয় দলে ফেরার গুঞ্জনটা সত্যি হলো। অবশেষে তাঁকে জাতীয় দলে ডাকতে বাধ্য হলো ফ্রান্স। সবশেষ ছয় বছর আগে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ তারকা।
মঙ্গলবার ফরাসি ফুটবলারদের ভোটে এই মৌসুমে বিদেশি লিগে খেলা সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বেনজেমা । চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ফরাসি তারকা। এ দুই মিলিয়ে পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন ২০২১ ইউরোর জন্য ২৬ সদস্যের প্রাথমিক দলে।
২০১৫ থেকেই দিদিয়ের দেশমের দলে ব্রাত্য হয়ে ছিলেন বেনজেমা। ২০০৭ সালে ফ্রান্স জাতীয় দলে অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত খেলে আসছিলেন। ২০১২ সালে দেশম কোচ হয়ে আসার পর জাতীয় দলের মধ্যমণি ছিলেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০০৮ ও ২০১২ ইউরোসহ খেলেছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও। পরের বছরেই সতীর্থ মাথিউ ভালবুয়েনার যৌনদৃশ্য ধারণ করে বিতর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের অবনতি ঘটে দেশমের সঙ্গেও। নির্বাসনে চলে যান জাতীয় দল থেকে। এর আগে দলের হয়ে ৮১ ম্যাচে করেছেন ২৭ গোল।
জাতীয় দলে জায়গা হারালেও ক্লাব ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বেনজেমা। এই মৌসুমে রিয়ালে দারুণ ছন্দে আছেন। একবার বেনজেমা বলেছিলেন, ‘জাতীয় দলের কোচের কোনো সিদ্ধান্তে আপনি নাক গলাতে পারেন না। তবে এটাও সত্য আমার আন্তর্জাতিক ক্যারিয়ার কখন শেষ হবে এই সিদ্ধান্ত আমিই নেব। যদি আপনি মনে করেন আমি শেষ হয়ে গেছি, আমাকে একবার জাতীয় দলে খেলার সুযোগ দেন, প্রমাণ করে দেব জাতীয় খেলার সামর্থ্য এখনো আমার আছে।’
দীর্ঘ ছয় বছর পর ডাক পাওয়া বেনজেমার এখন নিজের কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সময়।