হোম > খেলা > ফুটবল

এবার বাফুফেকে ফিলিস্তিনের ‘না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল সৌদি আরব নারী ফুটবল দলের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছিল দলটি। ফেব্রুয়ারিতে আসার কথা ফিলিস্তিনের। এবার তারাও ‘না’ করেছে বাফুফেকে। 

ফেব্রুয়ারির উইন্ডো (আন্তর্জাতিক ফুটবলের সময়) শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে। তখন ঢাকায় আসবে বলে গত মাসে কিরণকে কাতারে নিশ্চিত করেছিলেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। বাংলাদেশকে কথা দিয়েও শেষ পর্যন্ত ৮ দলের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলছে ফিলিস্তিন। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। বরং এপ্রিল কিংবা জুনের উইন্ডোতে আসার ইচ্ছা দলটির। 

শেষ মুহূর্তে বিকল্প দল খুঁজতে হচ্ছে বাফুফেকে। এতে টানা দুটি উইন্ডোতে নারী ফুটবলাররা বঞ্চিত হবেন আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা থেকে। অক্টোবরে শুরু হবে নারী সাফ। সাফের আগে মেয়েদের বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে ধীরে ধীরে। এপ্রিলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে সিলেট ছাড়া আর কোনো বিকল্প ভেন্যুও নেই। সাফের আগে এপ্রিল, জুন ও সেপ্টেম্বরে উইন্ডো পাবে বাফুফে। কাছাকাছি উইন্ডো হওয়ায় ব্যয় বেশি হবে। তবু মেয়েদের ম্যাচ খেলাতে মরিয়া বাফুফে। প্রয়োজনে সিলেটে হলেও খেলতে চান, এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেছেন, ‘দলগুলো শেষ মুহূর্তে না বললে আর কী করার থাকে! আরও কয়েকটি দেশের সঙ্গে এপ্রিলের উইন্ডোতে খেলতে কথা চলছে। আমরা এবার একাধিক দল নিয়ে এগোতে চাই।’

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা